ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

ভোমরায় এগারো মাসে ৫০ কোটি টাকার জিরা আমদানি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে জিরা আমদানি। ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে প্রায় ৫০ কোটি টাকার জিরা আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় এক হাজার টন কম। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতে সরবরাহ কমে যাওয়ায় জিরা আমদানি কমেছে।

অন্যদিকে আমদানি কমে যাওয়ায় সম্প্রতি দেশের বাজারে জিরার দাম বেড়েছে ব্যাপক হারে। দুই থেকে আড়াই মাসের ব্যবধানে কেজিপ্রতি অন্তত ৩৫০-৪০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মসলাপণ্যটি।

এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের  রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ৩ হাজার ৬৩৯ টন। যার আমদানি মূল্য ছিল ৫৯ কোটি ৫ লাখ টাকা। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ১১ মাসে জিরা আমদানি হয়েছে ২ হাজার ৫৫৯ টন। যার আমদানি মূল্য ৪৯ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাব অনুযায়ী এ বন্দর দিয়ে জিরা আমদানি কমেছে ১ হাজার ৮০ টন।

ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান জানান, মসলাপণ্যের মধ্যে জিরা আমদানিতে সরকারের রাজস্ব আয় হয় উল্লেখযোগ্যহারে। কিন্তু সম্প্রতি পণ্যটির আমদানি কমে যাওয়ায় রাজস্ব আহরণের পরিমাণও কমেছে।

এনজে

পাঠকের মতামত: