ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সিবিওটিতে কমেছে সয়াবিনের দাম

সয়াবিন তেলের দাম কমেছে শিকাগো বোর্ড অব ট্রেডে(সিবিওটি)। পণ্যটির বাজার কয়েকদিন ধরে বাড়তির দিকে থাকার পর মঙ্গলবার নিম্নমুখী হয়েছে। যদিও শীর্ষস্থানীয় সয়াবিন রফতানিকারক ব্রাজিলের প্রতিকূল আবহাওয়া নিয়ে বাজারে এখনো উদ্বেগ রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

শীতকালীন চাহিদা বাড়ায় ডিসেম্বরের শুরুর দিকে তেলবীজটির দাম সর্বোচ্চে উঠেছিল। সিবিওটিতে মঙ্গলবার সয়াবিনের দাম কিছুটা কমলেও ভুট্টা ও গমের দাম বেড়েছে।

এ বিষয়ে সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘সাধারণত ব্রাজিলের আবহাওয়া সয়াবিনের বাজারে প্রভাবক হিসেবে কাজ করে। বর্তমানে শুষ্ক আবহাওয়া থাকায় দাম কিছুটা কমেছে। বৈরী আবহাওয়ায় ব্রাজিল থেকে সরবরাহ ব্যাহত হয়। এতে মার্কিন সয়াবিনের চাহিদা ও দাম বেড়ে যায়।’

সর্বাধিক বিক্রীত সয়াবিন চুক্তিতে মঙ্গলবার সিবিওটিতে পণ্যটির দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৩ ডলার ৩৪ সেন্টে। সিবিওটিতে সয়াবিনের দাম ১ ডিসেম্বর থেকে বুশেলপ্রতি ১৩ ডলার ৪২ সেন্টে অবস্থান করছিল।

এদিকে মঙ্গলবার ভুট্টার দাম অর্ধ বুশেলে দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ ডলার ৮২ সেন্টে। আর গমের দাম এক-চতুর্থাংশ বুশেলে দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ ডলার ১০ সেন্টে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ব্রাজিলের উত্তরার্ধে বৃষ্টির অভাবে চাষাবাদ বিলম্বিত হচ্ছে। আবাদ বিলম্বিত হওয়ায় দেশটিতে শস্যের ফলন কমার পূর্বাভাস দিয়েছে দেশটির রাষ্ট্রীয় কৃষিবিষয়ক সংস্থা কোনাব।

এনজে

পাঠকের মতামত: