ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

টানবাজারে পাউন্ডে ১০ টাকা বেড়েছে সুতার দাম

নারায়ণগঞ্জে অবস্থিত দেশের অন্যতম পাইকারি বাজারে টানবাজারে বেড়েছে সুতার দাম। দু-তিন সপ্তাহের ব্যবধানে পাউন্ডপ্রতি দাম বেড়েছে ৮-১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সুতার চাহিদা কিছুটা বেড়েছে। তবে প্রতি বছর এ মৌসুমে যে বেচাকেনা হয়, এবার তার তুলনায় অনেক কম।

বাজারে দেখা যায়, ১০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে ৪৬-৮৫ টাকা পাউন্ড, যা তিন সপ্তাহ আগে ছিল ৩৮-৭৭ টাকা। সে হিসাবে দাম বেড়েছে ৮ টাকা।

২০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ৮৫-১০৩ টাকা, যা দুই সপ্তাহ আগেও ছিল ৮০-১০০ টাকা পাউন্ড। সে হিসাবে দাম বেড়েছে ৫-৬ টাকা ।

২৪, ২৬, ২৮, ৩০, কাউন্টের এক্সপোর্ট কোয়ালিটির সুতা প্রকারভেদে বেচাকেনা হচ্ছে ১৩৭-১৩৮ টাকা পাউন্ড দরে, যা তিন সপ্তাহ আগে ছিল ১৩০-১৩৫ টাকা। সে হিসাবে দাম বেড়েছে ৫-৭ টাকা।

৪০ কাউন্টের বাইন সুতা বাজারে বিক্রি হচ্ছে ১৬৫-১৭৫ টাকা দরে, যা গত মাসেও ছিল ১৬০-১৭০ টাকা। সে হিসাবে দাম বেড়েছে পাউন্ডপ্রতি ৫ টাকা।

৪০ কাউন্টের টানা সুতা বেচাকেনা হচ্ছে ১৮৫-১৯৫ টাকা দরে, যা এর আগে ছিল ১৮০-১৯০ টাকা। সে হিসাবে বেড়েছে ৫ টাকা।

৫০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে ১০০-২২০ টাকা পাউন্ড, যা এক মাস আগে ছিল ১৯০-২১০ টাকা। সে হিসাবে দাম বেড়েছে ১০ টাকা।

৬০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে পাউন্ডপ্রতি ১৯০-২৩০ টাকা দরে, যা দুই সপ্তাহ আগে ছিল ১৮০-২২০ টাকা। সে হিসাবে দাম প্রায় ১৫ টাকা বেড়েছে।

৮০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ৩২০-৩৩০ টাকা দরে, যা দু-তিন সপ্তাহ আগে ছিল ৩০০-৩২০ টাকা পাউন্ড দরে। সে হিসাবে দাম বেড়েছে ১০ টাকা।

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিটন সাহা জানান, দুই সপ্তাহের ব্যবধানে বাজারে সুতার দাম পাউন্ডপ্রতি বেড়েছে ৫-১০ টাকা। বাজারে সুতার চাহিদা কিছুটা বেড়েছে। এ কারণে ম্পিনিং মিলগুলো দাম বাড়িয়ে দিয়েছে। সুতার দাম বাড়লেও কাপড়ের দাম তেমন বাড়েনি। এ কারণে তাঁতিরা কাপড় উৎপাদন করছেন না। অনেক তাঁতি তাদের অর্ধেক তাঁত বন্ধ রাখছেন।

পাঠকের মতামত: