ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চে

বৈশ্বিক বাজারে সোমবার স্বর্ণের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চে উঠেছে। আউন্সপ্রতি মূল্যবান ধাতুটির দর ২ হাজার ১০০ ডলার ছাড়িয়েছে। আগামী বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে পারে, এমন তথ্য বাজারে প্রভাবক হিসেবে কাজ করেছে।

স্বর্ণ কেনার সুযোগ ব্যয় কমিয়ে দেয় নিম্ন সুদহার। এতে বিনিয়োগকারীরা স্বর্ণের ক্রয় বাড়িয়ে দেন, যার প্রভাবে বাজারে দাম বাড়তে থাকে ধাতুটির। গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮৫ ডলার ৭৬ সেন্টে। এর আগে গতকাল লেনদেনের শুরুতে ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ১১১ ডলার ৩৯ সেন্টে ওঠে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে ২ হাজার ১০৭ ডলার ৬০ সেন্টে উঠেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটার বলেছেন, ‘ফেড প্রধান পাওয়েলের বক্তৃতার পরে ব্যবসায়ীরা সুদহার বৃদ্ধির ব্যাপারে পরিষ্কার ইঙ্গিত পেয়েছেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদহার শীর্ষে। তাই এখান থেকে আরো বাড়ানোর পরিবর্তে নিচের দিকে যাওয়ার (কমানোর) সম্ভাবনাই বেশি।’

২০২৪ সালের মার্চে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা ৭০ শতাংশ বলে মনে করছে সিএমইর ফেডওয়াচ টুল।

এদিকে মিশ্র প্রবণতায় ছিল অন্যান্য ধাতুর বাজারে। রুপার দাম গতকাল দশমিক ১ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২৫ ডলার ৪৫ সেন্টে। তবে কমেছে প্যালাডিয়ামের দাম। গতকাল দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ধাতুটির মূল্য নেমেছে ৯২৯ ডলার ৯৩ সেন্টে। প্লাটিনামের বাজারদর দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্স বিক্রি হয়েছে ৯৯৯ ডলার ৩৫ সেন্টে।

এনজে

পাঠকের মতামত: