ঢাকা,রোববার, ১৪ এপ্রিল ২০২৪

যুক্তরাজ্যে ২৫ শতাংশ কমেছে ডিজেলের দাম

যুক্তরাজ্যে এক মাসে লিটারপ্রতি ডিজেলের দাম ১ দশমিক ৫৯ পাউন্ড থেকে ১ দশমিক ৪৭ পাউন্ডে নেমে এসেছে। টানা সাত মাস ধরে সেখানে ডিজেলের দাম কমতির দিকে। ২০২২ সালের সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে যুক্তরাজ্যে জ্বালানি তেলটির দাম ২৫ শতাংশ কমে এসেছে। খবর: বিবিসি’র।

মে মাসে ডিজেলের মূল্য হ্রাসকে রেকর্ড পরিমাণ হিসেবে উল্লেখ করেছে বিবিসি। তবে রয়্যাল অটোমোবাইল ক্লাব (আরএসি) জানিয়েছে, ডিজেলের দাম আরও কমার কথা ছিল।

পারিবারিক গাড়িতে ডিজেল ভর্তির ক্ষেত্রে যুক্তরাজ্যের পাম্পে সাড়ে ৬ পাউন্ড কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। ফলে মূল্য হ্রাসের রেকর্ড সৃষ্টি হয়েছে।

২০০০ সাল থেকে জ্বালানির বাজার পর্যবেক্ষণ করে আরএসি। তারা জানিয়েছে, এক মাসের হিসেবে এই মূল্য হ্রাস ২০০০ সালের পর থেকে সর্বোচ্চ।

গত বছর যুক্তরাজ্যে ডিজেলের লিটার ১ দশমিক ৯৯ পাউন্ডে গিয়ে ঠেকেছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বজুড়ে, বিশেষত ইউরোপজুড়ে জ্বালানির বাজার গরম হয়ে ওঠে।

আরএসি বলছে, দাম কমানোর সিদ্ধান্ত দেরিতে এসেছে এবং আরও বেশি দাম কমানো উচিত ছিল। কারণ পাইকারি বাজারে দাম তুলনামূলক আরও কম রয়েছে।

ডিজেলের পাশাপাশি পেট্রোলের দামও ধীরে ধীরে কমছে যুক্তরাজ্যে। আরএসি জানায়, গত মাসে ১ দশমিক ৪৬ পাউন্ড থেকে গড়ে ১ দশমিক ৪৩ পাউন্ডে নেমেছে।

এনজে

পাঠকের মতামত: