ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সেপ্টেম্বরে ভারতের বাণিজ্য ঘাটতি ২৬৭৩ কোটি ডলার

হঠাৎ করেই পতনের মুখে পড়েছে ভারতের রফতানি বাজার। ২০২১ সালের ফেব্রুয়ারির পর গত সেপ্টেম্বরেই প্রথম রফতানিতে পতন দেখল দেশটির অর্থনীতি। এক বছর আগের তুলনায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৯ শতাংশের বেশি। খবর দ্য হিন্দু।

পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্য রফতানি সেপ্টেম্বরে ৩ দশমিক ৫ শতাংশ কমে ৩ হাজার ২৬২ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আমদানি চলতি বছরের সাত মাসের মধ্যে প্রথমবারের মতো ৬ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। সেপ্টেম্বরে ৫ হাজার ৯৩৫ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসের জন্য বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ২ হাজার ৬৭৩ কোটি ডলার।

এ বিষয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারির পর এবারই প্রথম ভারতের রফতানি কমেছে। তবে টাকার অংকে হিসাব করলে সেপ্টেম্বরে আগের মাসের চেয়ে বাণিজ্য ঘাটতির কিছুটা উন্নতি হয়েছে। গত আগস্টে বাণিজ্য ঘাটতি ছিল ২ হাজার ৮৬৮ কোটি ডলার।

পুরো পরিস্থিতি নিয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে, কিছু কিছু উন্নত দেশের অর্থনৈতিক মন্থরতা ও মন্দার কারণে পণ্যের চাহিদা কমেছে, যা কিছু খাতের রফতানিও কমিয়েছে। এছাড়া অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেয়ার বিভিন্ন পদক্ষেপ এবং দেশীয় খাদ্যনিরাপত্তার উদ্বেগও রফতানিকে প্রভাবিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলিয়ামবহির্ভূত ও অলংকার রফতানি সেপ্টেম্বরে ৯ দশমিক ৭৮ শতাংশ কমে ২ হাজার ২৯০ কোটি ডলার হয়েছে। এক বছর আগেও যা ছিল ২ হাজার ৫৩৮ কোটি ডলার। আবার একই ধরনের পণ্যের আমদানি বেড়েছে। আমদানি ১৬ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ১২৬ কোটি থেকে ৩ হাজার ৬৫০ কোটি ডলারে পৌঁছেছে।

প্রকৌশল পণ্য, রাসায়নিক, ওষুধ, তৈরি পোশাক, তুলাজাত সুতা, তাঁতপণ্য এবং চালসহ ভারতের শীর্ষ ১০ রফতানি পণ্যের মধ্যে ছয়টির রফতানি গত বছরের এ সময়ের তুলনায় সেপ্টেম্বরে কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুলাজাত সুতা ও তাঁতপণ্য রফতানি সবচেয়ে বেশি মন্দার শিকার হয়েছে। এক বছর আগের তুলনায় এসব পণ্যের রফতানি কমেছে ৪১ দশমিক ৪ শতাংশ। গত বছর এ খাতের রফতানির পরিমাণ ছিল ১৩১ কোটি ডলার, যা চলতি বছরের সেপ্টেম্বরে নেমে এসেছে ৭৬ কোটি ৭৫ লাখ ডলারে। এছাড়া প্রকৌশল পণ্য রফতানিও গত বছরের সেপ্টেম্বরের তুলনায় কমেছে ১৭ শতাংশ। পাশাপাশি কমেছে তৈরি পোশাক রফতানিও।

এনজে

পাঠকের মতামত: