ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

মধ্যপ্রাচ্যে পর্যটনে ৪০০ কোটি ডলার আয়ের সুযোগ

বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ মহারণ ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর।মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে পর্যটকদের সমাগম বাড়বে। এতে অঞ্চলটিতে ৪০০ কোটি ডলার আয়ের সুযোগ তৈরি হবে। সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

এই প্রতিবেদনে বলা হয়, আগামী নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ চলাকালে ফুটবল অনুরাগী ও পর্যটকরা মধ্যপ্রাচ্যের আয়ের বিভিন্ন খাতে ব্যয় করবেন। এর মধ্যে আতিথেয়তা, খাদ্য ও পানীয়, ক্রীড়াসামগ্রী ও ফ্যাশন খাতের মাধ্যমে মধ্যপ্রাচ্য আয় করবে।

রেডসিয়ার স্ট্র্যাটেজিক কনসালটিংয়ের দুবাই অফিসের বাজার গবেষণা অনুসারে, ৪০০ কোটি ডলার পর্যটন আয়ের সিংহভাগই পাবে কাতার। আয়ের প্রায় ৮৫ শতাংশই এ দেশটির হবে। তবে ওই সময়ে সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই পর্যটন আয়ের দ্বিতীয় সর্বাধিক সুবিধাভোগী হবে বলেও গবেষণায় উঠে এসেছে।

তবে কাতার বিশ্বকাপ মৌসুমে উড়োজাহাজ ভাড়া, হোটেল শুল্ক আকাশচুম্বী হওয়ায় ফুটবল অনুরাগীদের মধ্যে কিছুটা শঙ্কাও তৈরি করেছে। বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান রেডসিয়ার জানায়, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাদেও মধ্যপ্রাচ্যে ফুটবল বিশ্বকাপের কারণে আরো কয়েকটি দেশের পর্যটন আয়ের সুযোগ রয়েছে। কাতারের পার্শ্ববর্তী দেশ সৌদি আরব, ওমান ও কুয়েতও এ বিশ্বকাপ থেকে আয় করতে পারবে।

গবেষণায় বলা হয়েছে, ডিজিটাল মাধ্যমগুলো আগামী নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপের সময়ে মধ্যপ্রাচ্যে পর্যটকদের খরচ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই-তৃতীয়াংশ ভোক্তা তাদের ব্যয়ের উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য ও পানীয়, ক্রীড়াসামগ্রী, ভ্রমণ ও বিনোদন খাতে ব্যয় করবেন বলে আশা করা হচ্ছে।

এনজে

পাঠকের মতামত: