ঢাকা,মঙ্গলবার, ১৪ মে ২০২৪

ফ্রান্সে ফের গ্যাস সরবরাহ কমালো রাশিয়া

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ফের গ্যাস সরবরাহ কমাল রাশিয়া। যার ফলে গুরুতর সরবরাহ সমস্যার মুখে পড়েছে ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশটি। ফরাসি জ্বালানি সংস্থা এনজি মঙ্গলবার বলেছে যে, রাশিয়ান জায়ান্ট জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম ‘চুক্তি নিয়ে মতবিরোধের কারণে’ প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমিয়ে দিচ্ছে। আগের দিনই অবশ্য নাগরিকদের জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী। খবর এএফপির।

বিবৃতিতে এনজি জানিয়েছে, ফেব্র“য়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়ান গ্যাস সরবরাহ ইতোমধ্যেই ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যদিও তারা তাদের সেবা গ্রহিতা এবং নিজেদের জন্য জ্বালানি সরবরাহ ঠিক রাখাতে প্রয়োজনীয় মাত্রার জ্বালানি প্রস্তুত রেখেছে। আসন্ন শীতে জ্বালানি ঘাটতি এবং দ্রুতগতির মুদ্রাস্ফীতির কারণে সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে ইতোমধ্যে ফরাসি সরকারের কাছ থেকে সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন সোমবার কোম্পানির কর্তাদের এই শীতে শক্তির রেশনিংয়ের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন এবং তাদের ব্যবহার কমাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মে

ডেফ ব্যবসায়িক গোষ্ঠীকে তিনি বলেন, যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি তবে আমরা ঘাটতির ঝুঁকি কাটিয়ে উঠতে পারব। তবে এতে সবার সহযোগিতা ও আন্তরিকতা থাকতে হবে। আরও বলেন, ‘যদি আমরা রেশনিং দিয়ে শেষ করি, কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং দুর্ভাগ্যবশত আমাদের এটির জন্য প্রস্তুত থাকতে হবে।’ এদিকে আসন্ন শরৎ এবং শীতের পরিস্থিতি ঠিক রাখতে প্রস্তুতি গ্রহণের জন্য প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠকের আহ্বান জানিয়েছেন যেখানে সব মন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানিয়েছে তার কার্যালয়।

এনজে

পাঠকের মতামত: