ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

দৈনিক ২৯ লাখ ব্যারেল কম উৎপাদন ওপেক প্লাসের

গত জুলাইয়ে ওপেক প্লাস জ্বালানি তেল উৎপাদন লক্ষ্যমাত্রা থেকে প্রতিদিন ২৯ লাখ ব্যারেল পিছিয়ে ছিল বলে জানা গিয়েছে। জ্বালানি তেল উৎপাদনকারী গোষ্ঠীটির দুটি সূত্রমতে, প্রতিষ্ঠানটির কিছু সদস্যের ওপর নিষেধাজ্ঞা এবং স্বল্প বিনিয়োগের কারণে ওই উৎপাদন বৃদ্ধির ক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে।

রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জুলাইয়ে প্রতিষ্ঠানটির উৎপাদন লক্ষ্যমাত্রা ৫৪৬ শতাংশ ছিল। যেখানে জুনে এ হার ছিল ৩২০ শতাংশ। ওই সময়ে জ্বালানি তেল সরবরাহের ব্যবধান ছিল প্রায় ২১ লাখ বিপিডি।

ওপেক প্লাস হলো পেট্রোলিয়াম রফতানিকারক এবং রাশিয়ার নেতৃত্বে থাকা দেশগুলোর সংগঠন। তারা আগস্টে ৬ লাখ ৪৮ হাজার বিপিডি পর্যন্ত জ্বালানি তেলের উৎপাদন করতে সম্মত হয়েছে। পাশাপাশি তারা আগামী সেপ্টেম্বরে জ্বালানি তেলের উৎপাদন লক্ষ্যমাত্রা এক লাখ বিপিডি বাড়াতে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্রসহ প্রধান ভোক্তাদের চাপের মুখে তারা জ্বালানি তেলের মূল্য কমাতে আগ্রহী হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল উৎপাদন সম্পর্কিত কিছু অতিরিক্ত ক্ষমতা থাকায় তারা উৎপাদন বাড়াতে সক্ষম।

এনজে

পাঠকের মতামত: