ঢাকা,বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

ভোমরায় মসুর ডাল আমদানি কমেছে ৪৫৬ টন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে মসুর ডাল আমদানি। গত অর্থবছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে পণ্যটির আমদানি কমেছে ৪৫০ টনেরও বেশি। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতে সরবরাহ কমে যাওয়ায় মসুর ডাল আমদানি কমেছে।

এদিকে আমদানি কমে যাওয়ার প্রভাবে দেশীয় বাজারে বেড়েছে মসুর ডালের দাম। কিছুদিন আগেও বাজারে প্রতি কেজি মসুর ডাল বিক্রি হয়েছে ৯৫-১০৫ টাকায়। গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকায়। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এক মাসের ব্যবধানে প্রতি কেজি মসুর ডালের দাম ২০-২৫ টাকা বেড়েছে। স্থানীয় পলাশপোল এলাকার বাসিন্দা মামুন আহমেদ জানান, বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি উপস্থিতির পরও ডালের দাম বেড়ে চলেছে। তাছাড়া মাছের দামও এখন কমতির দিকে। কিন্তু মসুর ডালের দাম কমছে না।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাজিব হোসেন জানান, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস পর্যন্ত এ বন্দর দিয়ে মসুর ডাল আমদানি হয়েছে ১৬৮ টন, যার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা। গত অর্থবছরের প্রথম চার মাসে আমদানি হয়েছিল ৬২৪ টন, যার মূল্য ছিল ৭ কোটি ৫ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম চার মাসে এ বন্দরে পণ্যটি আমদানি কমেছে ৪৫৬ টন।

এনজে

পাঠকের মতামত: