ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মিয়ানমারে জেডখনিতে ভূমিধস, ২৫ জনের মরদেহ উদ্ধার

মিয়ানমারের একটি জেডখনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটিতে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়। এরই একপর্যায়ে গত রোববার উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের এই ঘটনা ঘটে।

উদ্ধারকারীরা জানান, খনির খননের ফলে প্রায় ৫০০-৬০০ ফুট উঁচু মাটির একটি বিশাল স্তূপ প্রচণ্ড বৃষ্টির পর আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।

উল্লেখ্য, মিয়ানমারের উত্তরাঞ্চালীয় প্রদেশগুলো প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ। স্বর্ণ ও মূল্যবান পাথরের বেশ কয়েকটি খনি ও দামি কাঠ রয়েছে এখানকার অরণ্যগুলোতে। কিন্তু এসবের ওপর সরকারি নিয়ন্ত্রণ কার্যত প্রায় নেই বললেই চলে।

পাঠকের মতামত: