ঢাকা,রোববার, ২১ জুলাই ২০২৪

এলএমইতে কমেছে তামার দাম

বুধবার লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) কমেছে তামার দাম। শীর্ষ ব্যবহারকারী দেশ চীন সম্প্রতি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়াতে বেশকিছু উদ্যোগ নেয়ার সম্ভাবনা ছিল। ধাতুটির চাহিদা বৃদ্ধি নিয়েও আশাবাদী ছিলেন বিশ্লেষকরা। কিন্তু এসব সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে বুধবার তামার বাজার আদর্শ দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৫৩৫ ডলারে। বাজার পরামর্শক প্রতিষ্ঠান বিওসিআই গ্লোবাল কমোডিটিজের বিশ্লেষক শাও ফু বলেন, ‘‌গত সপ্তাহে অর্থনীতির চাকা গতিশীল করতে বেশকিছু উদ্যোগ নিচ্ছে চীন, এমন খবর প্রকাশিত হয়। তবে এসব উদ্যোগ শিগগিরই অর্থনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে না। চীনে ড্রাগন বোট উৎসব উপলক্ষে দুদিনের সরকারি ছুটিতে বন্ধ থাকবে তামার লেনদেন। বিষয়টিও দাম কমে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।’

এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৭ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ২১৪ ডলারে নেমেছে। দস্তার দাম দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৩৬৫ ডলারে উঠেছে। সিসার দাম কমেছে দশমিক ২ শতাংশ। প্রতি টন লেনদেন হয়েছে ২ হাজার ১৪০ ডলারে। টিনের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে ২৬ হাজার ৯৩৫ ডলারে উন্নীত হয়েছে।

পাঠকের মতামত: