ঢাকা,রোববার, ২১ জুলাই ২০২৪

৩ শতাংশ কমেছে সৌদির জ্বালানি তেল রফতানি

এপ্রিলে পাঁচ মাসের সর্বনিম্নে নেমেছে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি। জয়েন্ট অরর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ (জেওডিআই) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বর্তমানে সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক। এপ্রিলে দেশটির রফতানি কমে দৈনিক ৭৩ লাখ ১৬ হাজার ব্যারেলে নেমেছে। মার্চে রফতানির পরিমাণ ছিল দৈনিক ৭৫ লাখ ২৩ হাজার ব্যারেল। সে হিসাবে রফতানি ৩ শতাংশ কমেছে।

সৌদি আরব ও জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্রতি মাসেই রফতানির তথ্য জেওডিআইর কাছে হস্তান্তর করে। পরবর্তী সময়ে সংগঠনটি সে তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

এপ্রিলে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ ছিল স্থিতিশীল। ওই মাসে দেশটি দৈনিক ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। মজুদ বেড়েছে ১৯ লাখ ৮০ হাজার ব্যারেল করে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৪ লাখ ব্যারেলে।

সম্প্রতি দেশটি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন দৈনিক ১০ লাখ ব্যারেল বা ১০ শতাংশ করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সে হিসাবে দৈনিক উত্তোলন দাঁড়াবে ৯০ লাখ ব্যারেলে। দেশটি জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত অব্যাহত রাখবে।

এনজে

পাঠকের মতামত: