ঢাকা,শনিবার, ২৭ জুলাই ২০২৪

২৮ শতাংশ তামা উৎপাদন বেড়েছে অ্যাংলো আমেরিকানের

অ্যাংলো আমেরিকান পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকে তামা উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছে । বৈশ্বিক খনি কোম্পানিটির প্রকাশিত প্রথম প্রান্তিকের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় সংস্থাটির তামা উৎপাদন ২৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি সামগ্রিক উৎপাদন বেড়েছে ৯ শতাংশ। খবর রয়টার্স।

এ বিষয়ে অ্যাংলো আমেরিকান কর্তৃপক্ষ সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, পেরুর কুয়েলাভেকোয় অবস্থিত খনি থেকে সিংহভাগ তামা উৎপাদন হয়েছে। একই সময়ে ইস্পাতের উৎপাদনের ফলে কয়লা কার্যক্রমের উন্নতিতে সহায়ক হিসেবে কাজ করেছে।

লন্ডনভিত্তিক ব্রিটিশ তালিকাভুক্ত খনি সংস্থাটি বলছে, এটি প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১ লাখ ৭৮ হাজার টন তামা উৎপাদন করেছে। ২০২২ সালের একই সময়ের তুলনায় যা ২৮ শতাংশ বেশি। এছাড়া ইস্পাত উৎপাদনের ফলে কয়লা উৎপাদন ৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ টন।

তবে প্রতিষ্ঠানটির বৈশ্বিক হীরা উৎপাদক জায়ান্ট ডি বিয়ার্সের মাধ্যমে খাঁটি হীরা উৎপাদন এ সময়ের মধ্যে ৮৯ লাখ ক্যারেটে স্থির ছিল। দক্ষিণ আফ্রিকার ভেনেটিয়া খনিকে উন্মুক্ত খনি থেকে একটি নতুন আন্ডারগ্রাউন্ড বিভাগে রূপান্তরের কারণে আংশিকভাবে এর প্রভাব পড়ে।

অ্যাংলো আমেরিকান পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকে তামা উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছে । বৈশ্বিক খনি কোম্পানিটির প্রকাশিত প্রথম প্রান্তিকের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় সংস্থাটির তামা উৎপাদন ২৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি সামগ্রিক উৎপাদন বেড়েছে ৯ শতাংশ। খবর রয়টার্স।

এ বিষয়ে অ্যাংলো আমেরিকান কর্তৃপক্ষ সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, পেরুর কুয়েলাভেকোয় অবস্থিত খনি থেকে সিংহভাগ তামা উৎপাদন হয়েছে। একই সময়ে ইস্পাতের উৎপাদনের ফলে কয়লা কার্যক্রমের উন্নতিতে সহায়ক হিসেবে কাজ করেছে।

লন্ডনভিত্তিক ব্রিটিশ তালিকাভুক্ত খনি সংস্থাটি বলছে, এটি প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১ লাখ ৭৮ হাজার টন তামা উৎপাদন করেছে। ২০২২ সালের একই সময়ের তুলনায় যা ২৮ শতাংশ বেশি। এছাড়া ইস্পাত উৎপাদনের ফলে কয়লা উৎপাদন ৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ টন।

তবে প্রতিষ্ঠানটির বৈশ্বিক হীরা উৎপাদক জায়ান্ট ডি বিয়ার্সের মাধ্যমে খাঁটি হীরা উৎপাদন এ সময়ের মধ্যে ৮৯ লাখ ক্যারেটে স্থির ছিল। দক্ষিণ আফ্রিকার ভেনেটিয়া খনিকে উন্মুক্ত খনি থেকে একটি নতুন আন্ডারগ্রাউন্ড বিভাগে রূপান্তরের কারণে আংশিকভাবে এর প্রভাব পড়ে।

এনজে

পাঠকের মতামত: