ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

হিলিতে বেড়েছে ছোলা আমদানি, কমেছে দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাহিদার তুলনায় ছোলা আমদানির পরিমাণ বেড়েছে। মূলত রমজান মাসকে কেন্দ্র করেই আমদানি ঊর্ধ্বমুখী। এদিকে আমদানি বাড়ায় আবারো ছোলার দাম কমেছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে জানুয়ারিতে তিনটি ট্রাকে ৯০ টন ছোলা আমদানি হয়। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৮০ টনে। গত মাসে আমদানি আরো বেড়ে ৮ হাজার ৪৭৭ টনে উন্নীত হয়েছে।

এদিকে আমদানি বাড়ায় ছোলার দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগে বন্দরে প্রতি কেজি আমদানীকৃত ছোলা ৮০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭৫-৭৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের ছোলা আমদানিকারক ললিত কেশেরা ও হারুন উর রশীদ বলেন, রমজানকে ঘিরে ব্যাংকগুলো খাদ্যপণ্যের এলসি দেয়ায় বন্দর দিয়ে ভারত থেকে ছোলা আমদানি করছেন আমদানিকারকরা। জানুয়ারি থেকেই আমদানি অব্যাহত আছে। মার্চের মাঝামাঝি ছোলার দাম কমতে শুরু করে। দেশে যে পরিমাণ ছোলার চাহিদা রয়েছে, তার বিপরীতে আমদানি বেশ ভালো। তাই দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘‌বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ছোলা আমদানি শুরু হয়। এর পর থেকে আমদানি বাড়ছে। বর্তমানে বন্দর দিয়ে নিয়মিত ১০-১৫ ট্রাক করে ছোলা আমদানি হচ্ছে।’

এনজে

পাঠকের মতামত: