ঢাকা,সোমবার, ২০ মে ২০২৪

পাঁচ বছরের সর্বনিম্নে ব্রাজিলের কফি রফতানি

ব্রাজিলের গ্রিন কফি রফতানি গত মাসে কমে পাঁচ বছরের সর্বনিম্নে নেমেছে। পণ্যটি রফতানিকারকদের সংগঠন সিক্যাফে সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বিশ্বের শীর্ষ কফি রফতানিকারক দেশটিতে পর পর দুই বছর পণ্যটির উৎপাদন ছিল হতাশাজনক। এ কারণে অব্যাহত কমছে মজুদ। অবশিষ্ট যে মজুদ আছে তা বিদ্যমান দামে বিক্রি করতে অনিচ্ছুক কৃষকরা। এ কারণেই মূলত রফতানি বড় পরিসরে কমেছে।

এ বিষয়ে সিক্যাফে জানায়, গত মাসে ব্রাজিল মাত্র ২১ লাখ ১০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করেছে। ২০১৮ সালের ফেব্রুয়ারির পর এটিই সর্বনিম্ন রফতানি।

সিক্যাফের প্রেসিডেন্ট মার্কিও ফ্যারেইরা বলেন, ‘‌সম্প্রতি নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে অ্যারাবিকা কফির দাম চাঙ্গা হয়েছে। তবে এখনো ব্রাজিলের তুলনায় আন্তর্জাতিক বাজারে কফির দাম কম। এ কারণে কৃষকরা রফতানির বদলে স্থানীয় বাজারেই কফি বিক্রি করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।’ সিক্যাফের দেয়া তথ্যমতে, গত মাসে ব্রাজিলে অ্যারাবিকা কফি রফতানি ২০২২ সালের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৫ শতাংশ কমেছে।

এনজে

পাঠকের মতামত: