ঢাকা,শনিবার, ১৮ মে ২০২৪

হিলিতে কেজিতে ৪-৭ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাঁচদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪-৭ টাকা বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১৫-১৭ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ১৯-২৪ টাকা। অন্যদিকে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকারি ক্রেতারা।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত। বর্তমানে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ১৯-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৫-১৬ টাকা। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ২৪ টাকা কেজি, যা আগে ছিল ১৭ টাকা। তবে হিলি বাজারে আগের মতোই আমদানীকৃত ভারতীয় পেঁয়াজ ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় পেঁয়াজ একইভাবে ২২-২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘‌বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত। তবে আমদানির পরিমাণ ওঠানামা করছে। কোনোদিন বাড়ছে আবার কোনোদিন কমছে। মাঝে গড়ে প্রতিদিন ১০-১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা ৮-১০ ট্রাকে নেমেছে। পেঁয়াজ কাঁচা পণ্য হওয়ায় কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত খালাস করতে সব ধরনের ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর দিয়ে গত সপ্তাহের ছয় কর্মদিবসে ৬৬টি ট্রাকে ১ হাজার ৯২২ টন পেঁয়াজ আমদানি হয়েছে বলেও জানা গেছে।’

এনজে

পাঠকের মতামত: