ঢাকা,রোববার, ২১ জুলাই ২০২৪

ভারতীয় বাজারে কমেছে স্বর্ণের দাম

ভারতের বাজারে কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম।২২০ রুপি কমে ২৪ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণের বর্তমান দাম ৫৬ হাজার ৫১০ রুপি। গুডরিটার্ন ওয়েবসাইটের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

মুম্বাই, কলকাতা ও হায়দরাবাদে এ মূল্যে বিক্রি হচ্ছে ২৪ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণ। কিন্তু দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাইয়ে এ পরিমাণ যথাক্রমে ৫৬ হাজার ৬১০, ৫৬ হাজার ৫৬০ ও ৫৭ হাজার ২২০ রুপি। ২২ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণের দামও ২০০ রুপি কমেছে। মুম্বাই, কলকাতা ও হায়দরাবাদে ২২ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণের বর্তমান মূল্য ৫১ হাজার ৮০০ রুপি। তবে দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাইতে তা যথাক্রমে ৫১ হাজার ৯৫০, ৫১ হাজার ৮৫০ ও ৫২ হাজার ৪৫০ রুপি।

তবে অপরিবর্তিত রুপার দাম। ১ কেজি রুপার বর্তমান দাম ৬৮ হাজার ৮০০ রুপি। দিল্লি, মুম্বাই ও কলকাতায় এক কেজি রুপা এ মূল্যে বিক্রি হচ্ছে। তবে দিল্লি, চেন্নাই ও হায়দরাবাদে এক কেজি রুপার মূল্য ৭১ হাজার ৫০০ রুপি।

স্পট গোল্ড দশমিক ১ শতাংশ কমেছে। স্পট সিলভার কমেছে দশমিক ৯ শতাংশ।

এনজে

পাঠকের মতামত: