ঢাকা,শনিবার, ২০ জুলাই ২০২৪

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ৮৫ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, দর কমেছে ১২০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৫ কোটি ১৫ লাখ ১৩হাজার টাকা।

পাঠকের মতামত: