ঢাকা,রোববার, ২১ জুলাই ২০২৪

বিশ্ববাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে সোমবার কিছুটা কমেছে স্বর্ণের দাম। এর মূল কারণ ডলারের বিনিময় মূল্য শক্তিশালী হয়ে ওঠা। চলতি সপ্তাহে মার্কিন মূল্যস্ফীতির তথ্য প্রকাশিত হওয়ার কথা। এর ওপরই নির্ভর করছে সুদের হার বৃদ্ধির গতি-প্রকৃতি। এ তথ্য প্রকাশের অপেক্ষায় স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছেন বিনিয়োগকারীরা। দাম কমার ক্ষেত্রে এ বিষয়ও ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

মঙ্গলবার স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির বাজারদর দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৮৫৯ ডলারে স্থির হয়েছে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৮৭৩ ডলার ৬০ সেন্টে নেমেছে।

ডলারের মূল্যসূচক দশমিক ১ শতাংশ বেড়েছে। ফলে অন্য মুদ্রার ক্রেতাদের কাছে ধাতুটি চাহিদা কিছুটা কম। এদিকে ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড ৬ জানুয়ারির পর সর্বোচ্চে অবস্থান করছে।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সিনিটি গ্রুপের প্রধান বিশ্লেষক হান তান বলেন, ‘মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী। এতে চলতি বছরের এখন পর্যন্ত কমতির দিকেই ধাতুটির বাজারদর। তবে মূল্যস্ফীতি বৃদ্ধির হার যদি কিছুটা শিথিল হয়, তাহলে ফেডারেল রিজার্ভ আবারো সুদের হার বৃদ্ধির গতি জোরদার করবে। ফলে শিগগিরই ধাতুটির দাম ২ হাজার ডলারে উন্নীত হতে পারে।’

এনজে

পাঠকের মতামত: