ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

বিশ্ববাজারে ১৮ শতাংশ কমেছে খাদ্যপণ্যের দাম

বিশ্ববাজারে টানা ১০ মাসের মতো বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর গত বছরের মার্চে খাদ্যপণ্যের দাম যেভাবে আকাশ ছুঁয়েছিল সে তুলনায় গত মাসে তা ১৮ শতাংশ কমেছে।

এ ব্যাপারে এফএওর প্রকাশিত সূচকে দেখা যায়, গত এপ্রিল থেকে টানা ১০ মাস বিশ্বে খাদ্যপণ্যের দাম কমছে। সর্বশেষ গত জানুয়ারিতেও খাদ্যশস্যের দাম কিছুটা কমেছে। গত মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় দামের সূচক ছিল ১৩১ দশমিক ২ পয়েন্ট, যা ডিসেম্বরে ছিল ১৩২ দশমিক ২।

ভোজ্যতেল, দুগ্ধজাত পণ্য, চিনির দাম কমায় এই সূচক নিম্নগামী। যেখানে খাদ্যশস্য ও মাংসের দাম প্রায় আগের মতোই আছে।

বিশ্ব খাদ্য সংস্থার মতে, আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে ২ দশমিক ৫ শতাংশ। অস্ট্রেলিয়া ও রাশিয়ায় উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় দাম কমেছে গমের। যদিও চালের দাম বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। বিশেষ করে এশিয়ার রফতানিকারক কয়েকটি দেশে চালের চাহিদা বেড়ে যাওয়ায় দামের এই উল্লম্ফন। গত জানুয়ারিতে ভোজ্যতেলের দাম কমেছে ২ দশমিক ৯ শতাংশ, দুগ্ধজাত পণ্য ১ দশমিক ৪, চিনি ১ দশমিক ১ এবং মাংসের দাম কমেছে প্রায় শূন্য দশমিক ১ শতাংশ।

 

পাঠকের মতামত: