ঢাকা,বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

জাপানে ৭ দশমিক ২ শতাংশ কমেছে ইস্পাতের ব্যবহার

জাপানে ইস্পাত ব্যবহারের একটি বড় খাত গাড়ি উৎপাদন । দেশটিতে চিপ সংকট ও অর্থনীতিতে শ্লথগতির কারণে গত বছর ধাতুটির ব্যবহারে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। বছরের ১১ মাসে ব্যবহার কমেছে ২০২১ সালের একই সময়ের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ। জাপান আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে জানুয়ারি-নভেম্বর পর্যন্ত জাপানে ৪ কোটি ২৮ লাখ ৫০ হাজার টন ইস্পাত ব্যবহার হয়েছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণ খাতে ব্যবহার হয়েছে ৯০ লাখ ১০ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কম। এছাড়া গাড়ি উৎপাদন খাতে ব্যবহার হয়েছে ৯৮ লাখ ২০ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ কম।

গত বছর দেশটিতে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। দুর্বল রফতানি চাহিদার কারণে বিগলন প্রতিষ্ঠানগুলোয় উৎপাদন বাড়ায়নি। জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশনের তথ্যমতে, ২০২২ সালে জাপানে ৮ কোটি ৯২ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে।

এনজে

পাঠকের মতামত: