ঢাকা,বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার  আশঙ্কাসহ বহুমুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও গত মাসে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বেড়েছে। এক্ষেত্রে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে চীন। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য বলছে, গত মাসে বিশ্বজুড়ে ১৫ কোটি ১৭ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, চীনে করোনা মহামারী প্রতিরোধে আরোপিত লকডাউনসহ নানা বিধিনিষেধের কারণে লম্বা সময় ধরেই ইস্পাত উৎপাদন নিম্নমুখী। তবে আসন্ন শীত মৌসুমকে কেন্দ্র করে দেশটিতে অবকাঠামো নির্মাণ কার্যক্রম বেড়েছে। আর এতে করে বৃদ্ধি পেয়েছে শিল্প ধাতুটির চাহিদা, যা ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বাড়াতে সহায়তা করেছে। তবে চলতি বছর ধাতুটির মোট চাহিদা নিম্নমুখী থাকবে বলেই পূর্বাভাস মিলেছে।

ওয়ার্ল্ড স্টিলের দেয়া তথ্য বলছে, গত মাসে চীনে ৮ কোটি ৭০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ। তবে চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে উৎপাদন ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। মোট উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ কোটি ৮ লাখ টনে।

ইস্পাত উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীনের পরই ভারতের অবস্থান। গত মাসে দেশটি সব মিলিয়ে ৯৯ লাখ টন ইস্পাত উৎপাদন করে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। বছরের প্রথম নয় মাসে দেশটি ৯ কোটি ৩৩ লাখ টন উৎপাদন করেছে। সে হিসাবে উৎপাদন বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ।

তবে গত মাসে জাপানে উৎপাদন লক্ষণীয় মাত্রায় কমেছে। উৎপাদনের পরিমাণ ছিল ৭১ লাখ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ কম। বছরের প্রথম নয় মাসেও উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমেছে। এ সময় সব মিলিয়ে ৬ কোটি ৭৮ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে।

এনজে

পাঠকের মতামত: