ঢাকা,মঙ্গলবার, ১৪ মে ২০২৪

ওপেক প্লাসের সিদ্ধান্ত: ফের তেলের বাজারে অস্থিরতা

জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস সম্প্রতি শীতের কথা বিবেচনা করে  অপরিশোধিত তেল উৎপাদনের বিষয়ে কড়াকড়ি আরোপ করে। মিত্র জোটের এ সিদ্ধান্তে গত মার্চের পর থেকে আবারো তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেলপ্রতি ৮৮ মার্কিন ডলারের কাছাকাছি লেনদেন হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে জ্বালানি তেলের দাম বেড়েছে ১১ শতাংশ। মহামারী শুরুর পর উৎপাদক জোট তাদের সবচেয়ে বড় আউটপুট থেকে উৎপাদন কমানোর সিদ্ধান্ত ঘোষণা দেয়ার আগে থেকেই সরবরাহ ঘাটতির সংকেত ছিল। তাই ওপেক প্লাসের এ পদক্ষেপ বাজারকে আরো চাপে ফেলে দিয়েছে।

তিন মাস আগে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে উন্নীত হয়। কিন্তু ডলারের রেকর্ড মূল্যবৃদ্ধি, যুক্তরাষ্ট্রের রেকর্ড সুদের হার বৃদ্ধি এবং মন্দার আশঙ্কায় সম্প্রতি পণ্যটির গড় দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারে নেমে আসে। বাজারদর যাতে আবার ঊর্ধ্বমুখী হয়, সে লক্ষ্যেই উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ওপেক প্লাস।

ড্যানিয়েল হাইনেসসহ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ লিমিটেডের বিশ্লেষকরা বলেছেন, ওপেক প্লাসের উৎপাদন কমানোর পদক্ষেপ বাজারের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে।

অন্যদিকে ওপেক প্লাসের প্রধান সদস্য দেশ সৌদি আরব ক্রেতাদের তেলের মূল্যে ছাড় দেয়, যা এশিয়ায় নভেম্বরে চালানের জন্য তেলের দাম স্থির রাখে ও ইউরোপের জন্য বেশ খানিকটা কমিয়ে দেয়। যদিও তেল শোধনাগার প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।

এনজে

পাঠকের মতামত: