ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

রফতানি মূল্য বেড়েছে রাশিয়ান গমের

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে কৃষ্ণ সাগরে অব্যাহত প্রতিকূল আবহাওয়ার মধ্যে গত সপ্তাহে রাশিয়ান গমের রফতানি মূল্য বেড়েছে। কৃষি পরামর্শদাতা আইকেএআরের প্রতিবেদন বলছে, জানুয়ারিতে ফ্রি-অন-বোর্ড (এফওবি) সরবরাহ চুক্তিতে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন রাশিয়ান গমের দাম দাঁড়িয়েছে ২৩৬ ডলারে, যা গত সপ্তাহের চেয়ে ১ ডলার বেশি। খবর বিজনেস রেকর্ডার।

সোভেকন এগ্রিকালচার কনসালট্যান্সি একই শ্রেণীর গমের দাম উল্লেখ করেছে টনপ্রতি ২৩৬-২৩৯ ডলার, যা আগের সপ্তাহের ২৩৪ ডলারের তুলনায় বেশি। গত সপ্তাহে রাশিয়া ৪ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য রফতানি করেছে, যা আগের সপ্তাহের তুলনায় দশমিক ৭২ শতাংশ কম। এর মধ্যে ৩ লাখ ৭০ হাজার টন গম রয়েছে, যা আগের সপ্তাহের ৫ লাখ ৬০ হাজার টনের চেয়ে কম।

এদিকে নভেম্বরে গম রফতানির পূর্বাভাস কমিয়েছে সোভেকন। প্রতিষ্ঠানটি বলছে, মাসটিতে প্রত্যাশিত রফতানির চেয়ে চার লাখ টন কমে মোট ৩৪ লাখ টন গম রফতানি হতে পারে। তথ্য বলছে, ২০২২ সালের নভেম্বরে রাশিয়া ৪৩ লাখ টন গম রফতানি করেছিল। এ হিসাবে গত মাসে গম রফতানির পরিমাণ কমতে পারে নয় লাখ টন।

এদিকে ২০২৩ সালের ফসল কাটা সম্পন্ন করেছে রাশিয়া। চলতি বছর দেশটি ৫ কোটি ২০ লাখ টন গম রফতানির প্রত্যাশা করছে, যা বৈশ্বিক গম রফতানির ২২ দশমিক ৫ শতাংশ। এসএন্ডপি গ্লোবাল ও সিএনএনর তথ্য বলছে, দুই বছর আগেও দেশটির রফতানির পরিমাণ ছিল ৩ কোটি ২৬ লাখ টন, যা বৈশ্বিক সরবরাহের ১৬ শতাংশ।

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করার পর থেকে গম রফতানি বাড়িয়ে দিয়েছে মস্কো। শীর্ষ গম রফতানিকারক হিসেবে পরিচিত ইউক্রেনকে আর্থিকভাবে দুর্বল করতে রাশিয়া এ পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ।

এনজে

পাঠকের মতামত: