ঢাকা,বুধবার, ১ মে ২০২৪

ভিয়েতনামের কফি রফতানি কমেছে ১৩ লাখ টন

চলতি বছর ভিয়েতনামের কফি রফতানির পরিমাণ ১৩ লাখ ৩০ হাজার টন কমেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ কম। সম্প্রতি সরকারি এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার।

প্রাক্কলিত প্রতিবেদনে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশ্বে রোবাস্তা কফি বিনের বৃহত্তম উৎপাদক ভিয়েতনাম। চলতি বছর দেশটির রফতানির পরিমাণ কমায় নেতিবাচক প্রভাব পড়েছে রফতানি আয়েও। প্রাথমিক প্রতিবেদনে জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস বলছে, রফতানি আয়ের পরিমাণ ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪০ কোটি ডলারে। স্ট্যাটিস্টিকা রিসার্চ ডিপার্টমেন্টের তথ্য বলছে, ২০২১-২২ বিপণন বছরে ভিয়েতনাম ২ কোটি ৯০ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করেছে। প্রথমিক প্রাক্কলনে প্রতিষ্ঠানটি ২০২২-২৩ মৌসুমে উৎপাদন ২ কোটি ৭৭ লাখ ব্যাগে নামার আশঙ্কা করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চলতি বছর রফতানি সক্ষমতা নিম্নমুখী থাকবে দেশটির। বিশ্বব্যাপী জনপ্রিয় কফির মধ্যে রয়েছে রোবস্তা ও অ্যারাবিকা।

পাঠকের মতামত: