ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

এলএমইতে ঊর্ধ্বমুখী তামার বাজার

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) মঙ্গলবার ঊর্ধ্বমুখী ছিল তামার বাজার। ডলারের বিনিময়মূল্য তিন মাসের সর্বনিম্নে নামার ঘটনা এক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করেছে। তবে চীনের মন্থর চাহিদার কারণে শিল্প ধাতুটির মূল্যবৃদ্ধি লাগাম কিছুটা টেনে ধরেছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে মঙ্গলবার তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। প্রতি টনের মূল্য উঠেছে ৮ হাজার ৩৯০ ডলারে। প্রত্যাশার চেয়েও কম নতুন বাড়ি বিক্রির তথ্য গতকাল মার্কিন ডলারের অবনমন ঘটিয়েছে। অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের বিনিময়মূল্য কমে গেলে ভিন্ন মুদ্রার গ্রাহকের জন্য ডলারে বিক্রীত ধাতুর ক্রয় খরচ কমে যায়। ফলে তামার চাহিদা বেড়ে বাজার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।

এলএমইতে তামার দাম বাড়লেও কমেছে সাংহাই ফিউচার এক্সচেঞ্জেও (এসএইচএফই)। সর্বাধিক বিক্রীত ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে গতকাল এসএইচএফইতে ধাতুটির দাম দশমিক ২ শতাংশ কমেছে। টনপ্রতি দাম নেমেছে ৬৮ হাজার ৯০ ইউয়ানে বা ৯ হাজার ৫২৫ ডলার ৭৪ সেন্টে।

এদিকে মঙ্গলবার এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ২২২ ডলার ৫০ সেন্টে।

টিনের দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি টন লেনদেন হয়েছে ২৩ হাজার ১৯৫ ডলারে। দস্তার দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৫৪৭ ডলারে। সিসার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮০ ডলারে। তবে নিকেলের দাম দশমিক ১ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য নেমেছে ১৬ হাজার ৬০ ডলারে।

পাঠকের মতামত: