ঢাকা,শুক্রবার, ১৭ মে ২০২৪

চলতি মৌসুমে চীনে ভুট্টা উৎপাদন বাড়ার সম্ভাবনা

চলতি ২০২৩-২৪ মৌসুমে চীনে ভুট্টা উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রধান কৃষি অঞ্চলগুলোয় আবাদ বাড়ায় এমন প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

এ বিষয়ে এফএএস জানায়, ২০২২-২৩ মৌসুমে দেশটিতে ২৭ কোটি ৭২ লাখ টন ভুট্টা উৎপাদন হয়েছিল। ২০২৩-২৪ মৌসুমে তা বেড়ে ২৮ কোটি টনে উন্নীত হবে। এদিকে জুনে দেয়া প্রাক্কলন সংশোধন করে আবাদি জমির পরিমাণও তিন লাখ হেক্টর বাড়ানো হয়েছে।

এদিকে পশুখাদ্য উৎপাদন ও গৃহস্থালিতে শস্যটির ব্যবহার বৃদ্ধিরও পূর্বাভাস দিয়েছে এফএএস। ২০২২-২৩ মৌসুমে ব্যবহারের পরিমাণ ছিল ২৮ কোটি ২৩ লাখ টন। ২০২৩-২৪ মৌসুমে তা বেড়ে সাড়ে ২৮ কোটি টনে উন্নীত হতে পারে। এদিকে শস্যটির উৎপাদন বাড়লে আমদানি কমে দুই কোটি টনে নামতে পারে।

ইউএসডিএ জানায়, ২০২৩-২৪ মৌসুমে চীনে গম উৎপাদন কিছুটা কমার আশঙ্কা রয়েছে। উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ টনে। দেশটিতে সাত বছরের মধ্যে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন গম উৎপাদন কমেছে। প্রধান আবাদি অঞ্চলগুলোয় ভারি বৃষ্টিপাতে জমিতেই অনেক গম নষ্ট হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে গম তুলতেও পারেননি কৃষক।

পাঠকের মতামত: