ঢাকা,শুক্রবার, ১৭ মে ২০২৪

হিলিতে কেজিতে ৩-৪ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে কেজিতে ৩-৪ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। কয়েকদিন ধরে অব্যাহত বাড়ছে পেঁয়াজের দর। ঊর্ধ্বমুখী প্রবণতায় বিপাকে পড়েছেন পাইকার ও ভোক্তারা। ভারতে মূল্যবৃদ্ধি ও বন্দর দিয়ে আমদানির পরিমাণ কমে যাওয়ায় দেশের বাজারেও দাম বেড়েছে। আমদানিকারকরা বলছেন, কিছুদিন আগে ভারতে বৃষ্টি ও বন্যায় পেঁয়াজ উৎপাদন ব্যাহত হওয়ায় দাম বেড়েছে পণ্যটির।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয়, একদিন আগেও বন্দরে প্রতি কেজি ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ ৫৩-৫৪ টাকা দরে বিক্রি হলেও গতকাল তা বেড়ে ৫৬-৫৮ টাকায় উঠেছে। আর নাসিক জাতের পেঁয়াজ কেজিতে ১ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬১ টাকায়।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘‌গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পেঁয়াজ আমদানির পরিমাণ কিছুটা কমেছে। গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ৬১টি ট্রাকে ১ হাজার ৮২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার থেকে আমদানির পরিমাণ কমতে শুরু করে। এদিন ৩৯টি ট্রাকে ১ হাজার ১৪৬ টন পেঁয়াজ আসে। রোববার ৪৫টি ট্রাকে ১ হাজার ৩৪৫ টন এবং সোমবার ৩৯টি ট্রাকে ১ হাজার ১৬০ টন পেঁয়াজ এসেছে।’

পাঠকের মতামত: