ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

বিশ্ববাজারে ফের নিম্নমুখী তামার দাম

বিশ্ববাজারে ফের কমেছে তামার দাম। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সূচক কমায় ও চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম খুব বেশি ত্বরান্বিত না হওয়ায় দাম কমেছে ধাতুটির। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭ হাজার ৯৫২ ডলারে। এ নিয়ে টানা দুই সপ্তাহ দরপতন গেল তামার বাজারে। ১৪ দিনের ব্যবধানে ৪ শতাংশ মূল্য হারিয়েছে ধাতুটির বাজার।

এদিকে চীনে সেপ্টেম্বরে রফতানির পরিমাণ প্রত্যাশার চেয়েও কমে গেছে। যদিও এ সময় সামগ্রিক সামাজিক অর্থায়ন (টিএসএফ) বেড়েছে।

আগস্টের ৩ দশমিক ১২ ট্রিলিয়ন টিএসএফ থেকে বেড়ে গত মাসে দাঁড়িয়েছে ৪ দশমিক ১২ ট্রিলিয়নে। কনভেনশনাল ব্যাংকের ঋণ কার্যক্রমের বাইরে থেকেও বিনিয়োগ নেয়ায় টিএসএফ বেড়েছে।

উইশডম ট্রির পণ্য বিশেষজ্ঞ নিতেশ শাহ বলেন, ‘‌চীনের রফতানির পরিমাণ এখনো ঋণাত্মক। তবে গত মাসের চেয়ে তুলনামূলকভাবে কিছুটা উন্নতি হয়েছে।’

চীন বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ। কিন্তু দেশটিতে রফতানি কার্যক্রম এখনো প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোর কারণে শিল্প কার্যক্রম মন্থর গতিতে এগাচ্ছে। এতে চীনে চাহিদা কমেছে শিল্প ধাতুটির।

পাঠকের মতামত: