ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

হিলিতে কেজিতে ৫-৬ টাকা কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় সরবরাহ স্বাভাবিক হয়েছে। এতে কেজিতে পণ্যটির দাম কমেছে ৫-৬ টাকা। দুদিন পেঁয়াজের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা যাওয়ার পর ফের দাম কমতে শুর করায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। ব্যবসায়ীরা জানিয়েছেন, হিলিসহ দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। এতে সরবরাহ সংকট কমে যাওয়ায় দাম কমেছে পণ্যটির।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ভারতীয় ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত। বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজি দরে, যা দুদিন আগে ছিল ৫৭-৫৮ টাকা। এছাড়া নাসিক জাতের পেঁয়াজের দামও দুদিন আগের ৬৩ থেকে কমে ৫৮-৬০ টাকায় নেমেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পেঁয়াজ আমদানি খানিকটা বেড়েছে। শনিবার বন্দর দিয়ে ৫২টি ট্রাকে ১ হাজার ৫৬৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। রোববার ৪২টি ট্রাকে ১ হাজার ২৪১ টন এবং সোমবার ৩৮টি ট্রাকে ১ হাজার ১৪৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে আমদানি অব্যাহত।’

এনজে

পাঠকের মতামত: