ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

এলএমইতে বাড়তির দিকে তামার দাম

লন্ডন মেটাল এক্সচেঞ্জ(এলএমই)বুধবার বেড়েছে তামার দাম। ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ায় ধাতুটির বাজারে প্রভাব পড়েছে। তবে এলএমইর নিবন্ধিত ওয়্যারহাউজগুলোয় ধাতুটির মজুদ বাড়ছে। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে বুধবার তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৩০৯ ডলারে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে ধাতুটির দাম দশমিক ৪ শতাংশ কমে ৬৮ হাজার ৭০০ ইউয়ানে ঠেকেছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ায় এলএমইতে তামার দাম আরো বাড়ার সম্ভাবনা ছিল। কিন্তু মজুদ বেড়ে যাওয়ায় মূল্যবৃদ্ধির হার ছিল সীমিত। ওয়্যারহাউজগুলোয় মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার টনে, যা ২০২২ সালের মে মাসের পর সর্বোচ্চ। অন্যদিকে সাংহাই ফিউচারসেও টানা চার সপ্তাহ ধরে তামার মজুদ ঊর্ধ্বমুখী।

এলএমইতে বুধবার অ্যালুমিনিয়ামের দাম দশমিক ১ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ২১৬ ডলার ৫০ সেন্ট, নিকেলের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে ২০ হাজার ৯০ ডলার ও সিসার দাম দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ২২৪ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়েছে।

পাঠকের মতামত: