ঢাকা,সোমবার, ২২ জুলাই ২০২৪

বিশ্ববাজারে দুই সপ্তাহের শীর্ষে স্বর্ণের দাম

বিশ্ববাজারে মঙ্গলবার বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্য দিয়ে মূল্যবান ধাতুটির বাজারদর দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি উঠে এসেছে। খবর রয়টার্স। এদিকে ছয় মাসের সর্বোচ্চে উঠেছে ডলারের দাম। ফলে স্বর্ণ কিনতে ভিন্ন মুদ্রার ক্রেতাদের আগের চেয়ে বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে। বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির অপেক্ষায় রয়েছেন। মুদ্রানীতির ওপর নির্ভর করছে স্বর্ণের বাজারদর। সুদহার কমানো হলে আরো বেড়ে যেতে পারে মূল্যবান ধাতুটির বাজারদর।

স্পট মার্কেটে মঙ্গলবার স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৩০ ডলার ৩৯ সেন্টে। তবে ৫ সেপ্টেম্বরের পরে এটি সর্বোচ্চ দাম। অন্যদিকে, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৫১ ডলার ৬০ সেন্টে।

অন্যদিকে, রুপার দাম দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ২৩ ডলার ১৮ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ৯৩০ ডলার ১৫ সেন্টে নেমেছে। আর দশমিক ৫ শতাংশ কমে প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ ডলার শূন্য ১ সেন্টে।

এনজে

পাঠকের মতামত: