ঢাকা,শনিবার, ২০ জুলাই ২০২৪

ভারতে ৫ শতাংশ কমার আশঙ্কা প্রাকৃতিক রাবার উৎপাদন

ভারতে চলতি অর্থবছরে প্রাকৃতিক রাবার উৎপাদন আগের বছরের তুলনায় ৫ শতাংশ কমতে পারে। অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (এআইআরআইএ) প্রেসিডেন্ট রমেশ কেজরিওয়াল সম্প্রতি এমনটা জানিয়েছেন। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

ভারতে সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার উৎপাদন হয় কেরালা প্রদেশে। মোট উৎপাদনের ৯০ শতাংশই আসে সেখান থেকে। অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কেরালায় রাবার উৎপাদন ব্যাহত হচ্ছে, যা জাতীয় উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানান রমেশ কেজরিওয়াল।

এ বিষয়ে তিনি বলেন, ‘‌চলতি অর্থবছর কেরালায় উৎপাদন ১০ শতাংশ কমতে পারে। তবে সরকার উৎপাদন বাড়াতে বিভিন্ন অঞ্চলে বেশি বেশি রাবার গাছ রোপণে মনোযোগ বাড়াচ্ছে। উত্তর-পূর্ব অঞ্চলেও উৎপাদন কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।’

ভারতের আবহাওয়া বিভাগের দেয়া তথ্যমতে, চলতি বর্ষায় ২৬ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত কেরালায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় ৮০ শতাংশ কমে যায়। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রদেশে ৪১ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

রাবার বোর্ডের দেয়া তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারতে ১ লাখ ৩৯ হাজার টন রাবার উৎপাদন হয়েছে, গত বছরের একই সময় যা ছিল ১ লাখ ৩৮ হাজার টন।

চলতি অর্থবছর উৎপাদন কমলে বাড়তে পারে আমদানির পরিমাণ। গত অর্থবছর দেশটি ৫ লাখ ২৮ হাজার ৬৭৭ টন রাবার আমদানি করে, আগের অর্থবছর যা ছিল ৫ লাখ ৪৬ হাজার ৩৬৯ টন। এ অর্থবছরের প্রথম প্রান্তিকে আমদানি হয়েছে ১ লাখ ২১ হাজার ৭৭৯ টন, গত বছরের একই সময় যা ছিল ১ লাখ ২৩ হাজার ৪৯৭ টন।

বাজারসংশ্লিষ্টদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দাম। স্থানীয় বাজারে পণ্যটির বাজারদর কমে আট মাসের সর্বনিম্নে। বিশেষ করে গ্রামাঞ্চলে দাম কমে যাওয়ার মাত্রা সবচেয়ে বেশি।

এনজে

পাঠকের মতামত: