ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

হিলিতে কেজিতে ৪ টাকা কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে ভালো মানের পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা করে। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৫২-৫৭ টাকা দরে বিক্রি হয়েছে। তা কমে মঙ্গলবার ৪৮-৫২ টাকায় নেমে আসে।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে, যা একদিন আগেও ৫০-৫২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজি দরে, যা একদিন আগে ৫৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আমদানির পরিমাণ ওঠানামা করছে। বন্দর দিয়ে রোববার মাত্র ২০টি ট্রাকে ৫৮৫ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সোমবার আমদানির পরিমাণ বেড়ে ৩৪টি ট্রাকে ১ হাজার ১৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল।’

এনজে

পাঠকের মতামত: