ঢাকা,রোববার, ২১ জুলাই ২০২৪

বন্ধ হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়ায় খনি থেকে কয়লা উত্তোলন আজ থেকে বন্ধ হচ্ছে। খনির চলমান ১১শ’ তিন ফেইজের কয়লা শেষ হওয়ায় নতুন ১৪শ’ ১২ ফেইজ থেকে কয়লা উত্তোলন করা হবে।

আগামী অক্টোবর মাসের শেষে আবার কয়লা উত্তোলন শুরু হবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক জানান- বন্ধ করে দেয়া ফেইজের কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন লাখ ২০ হাজার টন থাকলেও সেখান থেকে তিন লাখ ৭৫ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে এবং এই ফেইজের মজুদ শেষ হয়ে গেছে।

এখন বন্ধ করে দেয়া ফেইজ থেকে যন্ত্রপাতি বের করে নতুন ১৪শ’ ১২ ফেইজ স্থাপন করা হবে। একটি ফেইজ শেষ হলে দেড় থেকে দুই মাস সময় লাগে আবার উৎপাদনে যেতে। তবে এতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে কোন সমস্যা হবে না বলে কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক জানান। সে সময়ের জন্য প্রয়োজনীয় কয়লা পিডিবি’র কাছে মজুদ আছে।

পাঠকের মতামত: