ঢাকা,বুধবার, ২৪ জুলাই ২০২৪

ভোমরায় ৪০ শতাংশ কমেছে জিরা আমদানি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের শুরুতে মসলাপণ্য জিরা আমদানি কমেছে। গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে প্রায় ৪০ শতাংশ কম আমদানি হয়েছে পণ্যটি। বন্দরসংশ্লিষ্টরা বলছেন, ভারতে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি ব্যাপক হারে দাম বেড়ে যাওয়ায় জিরা আমদানি কমেছে।

অন্যদিকে আমদানি কমে যাওয়ায় সম্প্রতি দেশীয় বাজারে জিরার দাম বেড়েছে ব্যাপক হারে। এক-দেড় মাসের ব্যবধানে কেজিপ্রতি জিরার দাম অন্তত ২০০-২৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ৮৭ টন। যার আমদানি মূল্য ১ কোটি ৭৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় অর্থাৎ জুলাইয়ে এ বন্দরে জিরা আমদানি হয়েছিল ১৩৭ টন। যার আমদানি মূল্য ছিল ২ কোটি ৪১ লাখ টাকা। সে হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে এ বন্দর দিয়ে জিরা আমদানি কমেছে অন্তত ৪০ শতাংশ।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কাস্টমসের সিনিয়র রাজস্ব কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন জানান,  সম্প্রতি জিরা আমদানি কমে যাওয়ায় রাজস্ব আহরণের পরিমাণও কমেছে।

পাঠকের মতামত: