ঢাকা,রোববার, ২১ জুলাই ২০২৪

নিষেধাজ্ঞা সত্ত্বেও জ্বালানি তেল রফতানি বাড়ছে ইরানের

অব্যাহত মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাড়ছে। দেশটির দৈনিক রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ব্যারেলে। সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা মেহেরে। খবর ওয়েলপ্রাইসডটকম।

ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থার প্রধান দাউদ মানসুর বলেন, ‘‌চলতি অর্থবছর যে পরিমাণ জ্বালানি তেল রফতানির লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছিল, তা এরই মধ্যে পূরণ হয়ে গেছে। আমরা সরকারের কাছে অতিরিক্ত উত্তোলন সক্ষমতার অনুমতি চেয়েছি। এসব জ্বালানি তেল রফতানি থেকে প্রাপ্ত আয়ের অর্থ অবকাঠামো ‍উন্নয়ন ও অসম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে।’

এদিকে দেশটির জ্বালানি তেলবিষয়ক মন্ত্রী জাভেদ ওয়াজি বলেন, ‘‌ইরানের দৈনিক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ ৩১ লাখ ৮০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এটি আরো বেড়ে ৩৩ লাখ ব্যারেল পৌঁছার সম্ভাবনা আছে।’

চলতি মাসের শুরুর দিকে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি জানায়, সেপ্টেম্বরের শেষ নাগাদ জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ দৈনিক ৩৫ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

২০২১ সালে ইরান প্রতিদিন গড়ে ২২ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করত। দেশটির বর্তমানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেন। এর পর থেকে এখন পর্যন্ত দৈনিক উত্তোলন ১০ লাখ ব্যারেল বেড়েছে।

পাঠকের মতামত: