ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

চীনে ২৪ শতাংশ বেড়েছে সয়াবিন আমদানি

চীনে জুন মাসে ১ কোটি ২ লাখ ৭০ হাজার টন সয়াবিন আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ২৪ দশমিক ৫ শতাংশ। দেশটির শুল্ক বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, সয়াবিন আমদানি উৎসে বৈচিত্র্য এনেছে চীন। দাম কম হওয়ায় ব্রাজিল থেকে আমদানির পরিমাণ বাড়াচ্ছে দেশটি।

বর্তমানে বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক চীন। গত বছরের জুনের তুলনায় বাড়লেও চলতি বছরের মে মাসের তুলনায় আমদানি কমেছে। ওই মাসে আমদানির পরিমাণ ছিল ১ কোটি ২০ লাখ ২০ হাজার টন।

নাসডাকের এক প্রতিবেদনে বলা হয়, এ বছর ব্রাজিলে রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপাদন হয়েছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় দেশটির সয়াবিনের রফতানি মূল্য কম। এ কারণে সাম্প্রতিক মাসগুলোয় চীন ব্রাজিলের সয়াবিন আমদানি বাড়িয়েছে। এ ধারাবাহিকতায় জুনেও আমদানি ঊর্ধ্বমুখী ছিল।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্রাজিল ৫ কোটি ২৫ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। চলতি মাসে আরো ১ কোটি থেকে ১ কোটি ১০ লাখ টন আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত: