ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বিমা কোম্পানির সিইওদের অতিরিক্ত সুবিধা নয়

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে অনুমোদিত বেতন-ভাতার অতিরিক্ত সুবিধা দেয়ায় হুশিয়ার করেছে । সোমবার (১২ সেপ্টেম্বর) সার্কুলার নং- জিএডি ০৯/ ২০২২ জারি করে এই হুশিয়ারি দেয়া হয়। কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এতে স্বাক্ষর করেছেন।

এই সার্কুলারে বলা হয়, বীমা আইন ২০১০ এর ৮০ ধারা এবং উক্ত ধারার অধীনে প্রণীত “বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা ২০১২” অনুযায়ী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ অনুমোদন প্রদান করে থাকে।

সম্প্রতি কোনো কোনো বীমা কোম্পানি মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের প্রস্তাবে উক্ত প্রবিধানমালায় বর্ণিত বেতন-ভাতাদির অতিরিক্ত সুবিধাদি যেমন- কর্মদক্ষতা বোনাস, মুনাফা বোনাস, আপ্যায়ন খরচ, কোম্পানি হতে ভবিষ্যৎ তহবিলে চাঁদা ইত্যাদি মুখ্য নির্বাহী কর্মকর্তাকে প্রদানের প্রস্তাব করা হচ্ছে৷

অন্যদিকে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বেতন-ভাতাদির অতিরিক্ত সুবিধাদি কোনো কোনো বীমা কোম্পানি কর্তৃক মুখ্য নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হচ্ছে। বীমা কোম্পানি কর্তৃক মুখ্য নির্বাহী কর্মকর্তাকে প্রদত্ত এসব অতিরিক্ত আর্থিক সুবিধাদি প্রবিধানমালা ও কর্তৃপক্ষের নির্দেশনার পরিপন্থী।

বর্ণিতাবস্থায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বেতন কাঠামোর অতিরিক্ত কোন প্রকার আর্থিক সুবিধাদি বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে প্রদান হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বীমা খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং বীমা গ্রাহকগণের স্বার্থ সংরক্ষণের নিমিত্ত উল্লিখিত নির্দেশনা কঠোরভাবে পরিপালনের জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় বীমা আইন, ২০১০ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে নতুন এই সার্কুলারে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা- ২০১২ এর বিধি ৮ অনুসারে, বীমা কোম্পানির শীর্ষ এ পদে নিয়োগ অনুমোদনের ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রদেয় বেতন, ভাতা ও সুযোগ-সুবিধাসমূহ উল্লেখপূর্বক মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগের শর্তাবলী কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হয়।

এক্ষেত্রে মুখ্য নির্বাহী কর্মকর্তার বেতন, ভাতা ও সুযোগ-সবিধাসমূহ নির্ধারণের উদ্দেশ্যে, উক্ত কোম্পানির আর্থিক অবস্থা, কাজের পরিধি, ব্যবসার পরিমাণ এবং উপার্জন ক্ষমতা, সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা এবং সমমানের বীমা কোম্পানিতে অনুরূপ পদে বহাল ব্যক্তিকে প্রদত্ত পারিতোষিকের পরিমাণ বিবেচনা করতে হয়;

মোট বেতন, মূল বেতন, বাড়ী ভাড়া এবং অন্যান্য ভাতাদি (ভবিষ্য তহবিল, ইন্স্যুরেন্স ইত্যাদি) সমন্বয়ে গঠিত হবে; অন্যান্য সুবিধাদি, যেমন- গাড়ী, জ্বালানী, চালক, ইউটিলিটি বিল, ছুটি, পরিবহন সহায়তা, ইত্যাদির পরিমাণ বা সীমা নির্দিষ্ট থাকতে হবে; এবং অন্যান্য সুবিধাসমূহ, যতদূর সম্ভব, আর্থিক মানদণ্ডে নির্ধারণ করতে হবে।

চুক্তির মেয়াদকালীন সময়ে চুক্তিপত্রের শর্তাবলীতে নির্দিষ্ট বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাবলীর শর্তসমূহ পরিবর্তন করা যাবে না এবং নবায়নের সময়, মুখ্য নির্বাহী কর্মকর্তার কাজের যোগ্যতা বিবেচনা করে বেতন পুনঃনির্ধারণের প্রস্তাব পেশ করা যাবে।h

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ পরবর্তী সময়ে উপ-বিধি (২) এ উল্লিখিত বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাসমূহ ব্যতীত অন্য কোন প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা, যেমন- লভ্যাংশ, কমিশন, যেকোন ধরনের ক্লাব সদস্য সংক্রান্ত খরচ প্রদান করা যাবে না।

এনজে

পাঠকের মতামত: