ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, দর কমেছে ১০২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ৬৮ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, দর কমেছে ৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪ হাজার টাকা।

এনজে

পাঠকের মতামত: