ঢাকা,রোববার, ২১ জুলাই ২০২৪

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।গতবারের মতো এবারও সব আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

আজ বুধবার (১৪জুন) সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

এ ব্যাপারে জানা গেছে, এবার দুই ধাপে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি করা হবে।

ট্রেনের টিকিট সংগ্রহের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ প্রদর্শন বাধ্যতামূলক। এ ছাড়া বিদেশি নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্ট প্রদর্শন করতে হবে। একজনের এনআইডি দিয়ে টিকিট সংগ্রহ করে অন্যজন ভ্রমণ করতে পারবেন না।

এবার ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন থেকে। ওইদিন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ জুন পাওয়া যাবে ৩, ৪, ৫, ৬ জুলাইয়ের টিকিট।

এনজে

পাঠকের মতামত: