ঢাকা,রোববার, ১৪ এপ্রিল ২০২৪

এমারেল্ড অয়েলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েলে ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ সময়ে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ২ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের অর্থবছরের ইপিএস হয়েছিল ৫৮ পয়সা লোকসান হয়েছিল। ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১২ টাকা ৮৫ পয়সা।

আগামী ১২ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

কোম্পানিটি ৩০ জুন, ২০২০ ও ২১ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

এনজে

পাঠকের মতামত: