ঢাকা,সোমবার, ২২ জুলাই ২০২৪

দেড় ঘন্টায় ২৪৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনে লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২৪৬ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার (১৪ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১১ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫১ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে।

এই সময়ের মধ্যে মোট ২৪৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৫টির, কমেছে ১০৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ার দর।

এনজে

পাঠকের মতামত: