ঢাকা,সোমবার, ২২ জুলাই ২০২৪

৩২ শতাংশ বেড়েছে ভারতের কয়লা আমদানি

বিদায়ী অর্থবছরের ১১ মাসে ভারতে কয়লা আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টন। এর আগের বছরের একই সময় আমদানি হয়েছিল ১১ কোটি ২৩ লাখ ৮০ হাজার টন। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

এ বিষয়ে ই-অকশন প্লাটফর্ম এমজাংশন এক প্রতিবেদনে জানায়, এপ্রিল-ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ধাতব কয়লা আমদানি বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টনে।

অন্যদিকে শুধু ফেব্রুয়ারিতেই তাপীয় কয়লা আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার টনে, গত বছরের একই সময় যা ছিল ৯৪ লাখ ২০ হাজার টন। ফেব্রুয়ারিতে ধাতব কয়লা আমদানি বেড়ে ৪৪ লাখ টনে উন্নীত হয়েছে।

বর্তমানে বিশ্বের শীর্ষ পাঁচ কয়লা উত্তোলক দেশের একটি ভারত। দেশটির কিছু খাতে জ্বালানিটির চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।

এনজে

পাঠকের মতামত: