ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক কমলেও অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, দর কমেছে ৬৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭১ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে .৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩০৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, দর কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ ৪৮ হাজার টাকা।

পাঠকের মতামত: