ঢাকা,শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

সিনিয়র সহকারী সচিব পদে ৭ কর্মকর্তাকে পদোন্নতি

প্রশাসনের সহকারী সচিব পদমর্যাদার ৭ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০১৪’এর বিধি-৫ অনুযায়ী সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড: ৩৫,৫০০-৬৭,০১০) পদোন্নতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসেবে নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্ব-স্ব পদে একই কর্মস্থলে কর্মরত থাকবেন।

জনস্বার্থে জারীকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পাঠকের মতামত: