ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

লভ্যাংশ দিবে না এমারেল্ড অয়েল

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০১৯ সালের ৩০ জুন অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৪ টাকা ৩৪ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্বক ১৭ টাকা ৪৬ পয়সা।

২০১৮ সালের ৩০ জুন অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্বক ২০ টাকা ৫৭ পয়সা।

২০১৯ সালের ৩০ জুন অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্বক ১৯ টাকা ৪৩ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য রেকর্ড তারিখ ও বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানাবে কোম্পানিটি।

এনজে

পাঠকের মতামত: