ঢাকা,শনিবার, ২৭ জুলাই ২০২৪

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু সোমবার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২২’ উদযাপনের লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে। আগামীকাল সোমবার (৩ অক্টোবর) এর উদ্বোধনী অনুষ্ঠিত হবে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৭ সাল থেকে প্রতিবছর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালিত হচ্ছে। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিএসসির মালি।টপাস হলে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রইফ তালুকদার। বিশেষ অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ।

৬ অক্টোবরের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পর্যটন ভবনের কনফারেন্স হল শৈলপ্রপাতে। এতে প্রধান অতিথি থাবকেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে মন্ত্রী মোস্তফা জব্বার। এছাড়া একই দিনে ভর্চুয়ালি সিএসই অনুষ্ঠানের আয়োজন করবে।

১০ অক্টোবরের অনুষ্ঠানের আয়োজন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

এনজে

পাঠকের মতামত: