ঢাকা,মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪

দর পতনের শীর্ষে জেনারেল ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৫০ বারে ৭ লাখ ১৭ হাজার ৬৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে পেপার প্রসেসিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯১১ বারে ৩ লাখ ৫৭ হাজার ৮১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পেনিনসুলার শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫২৫ বারে ৩০ লাখ ৪৮ হাজার ৫৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৮৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইন্দো-বাংলা ফার্মার ৪.৫২ শতাংশ, বিআইএফসির ৪.৪৬ শতাংশ, আরডি ফুডের ৪.৪১ শতাংশ, কেয়া কসমেটিকসের ৪.২২ শতাংশ, ওরিয়ন ফার্মার ৪.১৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৩.৯৮ শতাংশ এবং ফাইন ফুডসের শেয়ার দর ৩.৬৬ শতাংশ কমেছে।

এনজে

পাঠকের মতামত: